রাজনীতি বিভাগে ফিরে যান

ইপিএফ পেনশনে মোদির গ্যারান্টি কোথায়?

এপ্রিল 23, 2024 | < 1 min read

এবারের লোকসভা ভোটে বিজেপির ট্যাগলাইন ‘মোদির গ্যারান্টি। কিন্তু পেনশন নিয়ে মোদির সেই গ্যারান্টি কোথায়? সেই প্রশ্ন করছেন প্রবীণরা।পেনশনভোগীরা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের পেনশনের পরিমাণ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেই কথা তিনি রাখেননি।

এই মিথ্যা প্রতিশ্রুতিকে সামনে রেখেই বিভিন্ন শিল্পাঞ্চল, অফিস, কারখানা-সহ বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করছেন প্রবীণরা।আবার ডিএ এবং বিনামূল্যে চিকিৎসার সুযোগ-সহ অন্যান্য দাবিতে গত আটবছর ধরে আন্দোলন করছে ইপিএস-৯৫ ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি। কিন্তু কোনও কিছুই আমল দেয়নি কেন্দ্র। তাই এবার ভোটের সময়ই সাধারণ মানুষকে বিষয়টি সম্পর্কে জানাতে উদ্যোগ নিচ্ছেন প্রবীণরা।

সংগঠনের রাজ্য সভাপতি তপন দত্ত বলেন, আমরা ভোট চলাকালে দেশজুড়ে প্রতিবাদ জানাবার সিদ্ধান্ত নিয়েছি। ১০ বছর আগে কেন্দ্রের কর্তারা দাবি করেন, ন্যূনতম পেনশন বাড়িয়ে তিন হাজার টাকা করবেন। এতদিনে তাও হয়নি। প্রধানমন্ত্রী দু’বার প্রতিশ্রুতি দিয়েও কিছু করেননি। এসবই আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরব।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare