ভোটে কি হচ্ছে বেজায় কারচুপি?
প্রথম দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে ১৯ এপ্রিল। মিটে গেছে দ্বিতীয় দফাও। দরজার গোড়ায় দাঁড়িয়ে তৃতীয় দফা। কিন্তু এখনো নির্বাচন কমিশন ঠিক করে বলতে পারছেনা, কোথায় কত শতাংশ ভোট পড়েছে। এর জেরেই বিরোধীদের আশঙ্কা, তাহলে কি নির্বাচন কমিশনের সঙ্গে মিলে ভোটে কারচুপি করছে বিজেপি?
কমিশন জানিয়েছে, প্রথম দফায় ৬৬.১৪% ও দ্বিতীয় দফায় ৬৬.৭১% ভোট পড়েছে। ভোটগ্রহণের দিন সন্ধ্যা সাতটায় দেওয়া প্রাথমিক হিসেবে অবশ্য এই দুই হার ছিল যথাক্রমে ৬০% ও ৬০.৯৬%। ফারাক প্রায় ৬%এর। সচরাচর এমনটা দেখা যায় না।
আগে ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই তথ্য প্রকাশ করা হতো। এবার তাতে সময় লেগে গেল ১১ দিন।
এর জেরেই জোরালো হচ্ছে ভোট কারচুপির আশঙ্কার আওয়াজ।