আবহাওয়া বিভাগে ফিরে যান

আরো কতদিন চলবে বৃষ্টি

সেপ্টেম্বর 14, 2023 | < 1 min read

বৃহস্পতিবার সকাল থেকেই নেমেছে অন্ধকার। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু ভোর থেকেই।

আবহাওয়া দফতর (West Bengal Weather) সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়েছে কলকাতা সহ কয়েকটি জেলায়।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ আরও সক্রিয় হয়ে আগামী দুদিন ওড়িশা ও ছত্তিশগড়ের ওপর দিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে বঙ্গোপসাগর পর্যন্ত। এই মৌসুমী অক্ষরেখা আর নিম্নচাপ একসঙ্গে হওয়ার কারণেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এদিকে বৃষ্টির জেরে জল থই থৈ অবস্থা সব জায়গায়। বৃষ্টির জেরে আজ সকালের হেদুয়ায় একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। যদিও আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। বাড়িটিতে কেউ ছিল না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার জেলায়
FacebookWhatsAppEmailShare
নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে একাধিক জেলায়
FacebookWhatsAppEmailShare
সপ্তাহান্তে নিম্নচাপের ভ্রুকুটি
FacebookWhatsAppEmailShare