আরও একবার ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি,এবার বিজেপি শাসিত ত্রিপুরায়
আরও একবার ভাঙা হল বাংলার মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। তবে তা বাংলার বুকে নয়, ঘটেছে ভিন রাজ্যে। বিজেপি শাসিত ত্রিপুরার এক কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে। এই ঘটনা ২০১৯ সালে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার দুর্বিসহ ফের একবার মনে করিয়ে দেয়।কমলপুর কলেজ বিল্ডিংয়ের সামনে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে দুষ্কৃতীরা।
বুধবার সকালে সামনে বিষয়টি আসে। এর পরই স্তম্ভিত শিক্ষানুরাগী মহল থেকে সুশীল সমাজ।কলেজ বিল্ডিংয়ের ঢোকার রাস্তায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি রয়েছে। এদিন সকালে দেখা যায়, সেই মূর্তির চারপাশের লোহার দেওয়াল ভাঙা। শুধু তাই নয়, বিদ্যাসাগরের মূর্তিতে এমনভাবে আঘাত করা হয়েছে যেন দেহ থেকে মুণ্ডটি আলাদা হয়ে গিয়েছে। এই ছবি দেখে আঁতকে ওঠেন কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মী-সহ পড়ুয়ারা। খবর যায় থানায়। ছুটে আসে পুলিশ। অভিযোগ জমা পড়ে। কলেজের অধ্যক্ষ এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা করেন। শুধু কলেজই নয়, গোটা মহকুমায় মানুষ স্তম্ভিত এই ন্যক্কারজনক ঘটনায়।
এর আগে, ২০১৯ সালে কলকাতার বিদ্যাসাগর কলেজের অন্দরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়। ঘটনায় তোলপাড় চলে রাজ্যে। সেবার সামনেই ছিল ভোট। কলকাতায় তখন তুঙ্গে রাজনৈতিক প্রচার। সেদিন কলকাতায় ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। তার মাঝেই এই ঘটনা ঘটে।