অন্যান্য বিভাগে ফিরে যান

ভিক্টোরিয়ার দেওয়ালে লেপা হয়েছিল গোবর

ফেব্রুয়ারি 23, 2023 | < 1 min read

সালটা ১৯৪৩, জাপানী বায়ুসেনার নজর পড়েছে কলকাতার উপর। রাতের অন্ধকারে বোমারু বিমান গুড়িয়ে দিচ্ছে একের পর এক ব্রিটিশ কার্যালয়। 

এই আক্রমণের হাত থেকে বাঁচতে সন্ধ্যে নামতেই আলো নিভিয়ে অন্ধকারে তলিয়ে যাচ্ছে কলকাতা। কিন্তু তাতে কি? চাঁদনী রাতে ঝকমক করছে ভিক্টোরিয়া মেমোরিয়াল।

মাথায় হাত ব্রিটিশরাজের, সাদা মার্বেল দিয়ে তৈরি এই ইমারতকে বাঁচাবেন কী করে! 

শেষে অনেক ভেবে, গোবর আর মাটি মিশিয়ে কালো মিশ্রণ তৈরী করে লেপা হয় ভিক্টোরিয়ার গায়ে। এই খবর যাতে জাপানিদের কাছে না যেতে পারে তাই ওই এলাকায় নিষিদ্ধ করা হয় ফটোগ্রাফি। 

এভাবেই উদ্ধার পায় ভিক্টোরিয়া। জাপানি আক্রমণ বন্ধ হয়ে গেলে, তুলে ফেলা হয় এই মাডপ্যাক।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ির ‘দখল নিল’ বিএনপি নেতা
FacebookWhatsAppEmailShare
শ্রমিকদের অধিকার বুঝে নেওয়ার দাবিতে মে দিবস
FacebookWhatsAppEmailShare
২০২৪-এ নববর্ষের প্রথম সূর্য কিরণ পড়বে দেশের কোন রাজ্যে
FacebookWhatsAppEmailShare