ভারতের সঙ্গে পরমাণু সহযোগিতা সহজতর করতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি আমেরিকা
জানুয়ারি 7, 2025 < 1 min read
মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বর্তমানে ভারতীয় কোম্পানিগুলির জন্য পারমাণবিক খাতে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, যার উদ্দেশ্য হলো ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা বাড়ানো। এ ঘোষণা দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাক সুলিভান।
সুলিভান বলেছেন, “আজ আমি ঘোষণা করতে পারি যে, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রয়োজনীয় পদক্ষেপগুলি চূড়ান্ত করছে, যা ভারতের শীর্ষ পারমাণবিক প্রতিষ্ঠানগুলো এবং মার্কিন কোম্পানিগুলির মধ্যে সহযোগিতা বন্ধ করা দীর্ঘদিনের বিধিনিষেধ তুলে নেবে।”
তিনি আরও জানান, এই পরিবর্তনগুলির বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এই সিদ্ধান্তটি ভারতের পারমাণবিক ক্ষেত্রের সাথে যুক্ত যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়।
সুলিভান বলেছেন , “এটি অতীতের কিছু অমিলের পৃষ্ঠায় নতুন একটি অধ্যায় শুরু করার সুযোগ হবে এবং এর মাধ্যমে সেই সব সংস্থাগুলোর জন্য সুযোগ সৃষ্টি হবে, যারা নিষেধাজ্ঞা তালিকায় ছিল, তাদেরকে সেই তালিকা থেকে মুক্ত করে যুক্তরাষ্ট্রের সাথে গভীর সহযোগিতায় প্রবেশ করতে দেয়া হবে। এর মধ্যে থাকবে আমাদের বেসরকারি খাত, বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা – যারা শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
6 days ago
6 days ago
6 days ago
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ - NewszNow
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ NewszNow বাংলা -6 days ago
6 days ago