NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

ভরণপোষণ না–করলে সন্তানকে দেওয়া সম্পত্তি বাবা–মা ফেরত পাবেন, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

জানুয়ারি 8, 2025 < 1 min read

সম্পত্তি হাতে আসতেই বৃদ্ধ মা-বাবাকে ঘাড়ধাক্কা! মাঝেমধ্যেই সামনে আসে এমন খবর। বৃদ্ধ বয়সে সন্তানের নামে শেষ সম্বলটুকু লিখে দেওয়ার পর ফাঁপরে পড়ার নজির রয়েছে প্রচুর। এহেন সহায়সম্বলহীন বৃদ্ধ-বৃদ্ধাদের দিকে নজর রেখে এবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর ফলে কিছুটা হলেও বাড়ল তাঁদের স্বস্তি। বৃদ্ধ বয়সে এসে বহু মা-বাবা নিজেদের সম্পত্তি সন্তানদের নামে লিখে দেন। তবে অনেক সময় দেখা যায়, সম্পত্তি হাতে আসতেই মা-বাবাকে ঘাড়ধাক্কা দিয়েছে ছেলেমেয়ে। তখন মহা ফাঁপরে পড়েন তাঁরা। এবার সহায়সম্বলহীন এমন বৃদ্ধ-বৃদ্ধাদের কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চের নির্দেশ, দানপত্র করে ছেলেমেয়ের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর যদি শর্ত অনুযায়ী সেই সন্তান মা-বাবার দেখভাল না করেন, তাহলে মহকুমাশাসক কিংবা সংশ্লিষ্ট ট্রাইবুন্যাল দানপত্র বাতিল করে দিতে পারেন।মধ্যপ্রদেশ নিবাসী ঊর্মিলা দীক্ষিত নামের একজন মহিলা একটি মামলা দায়ের করেছিলেন। তার প্রেক্ষিতেই সম্প্রতি এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের ব্যাখ্যা দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, প্রবীণ নাগরিকদের ওপর যদি কোনও রকম বঞ্চনা হয়, তাহলে তাঁদের অধিকার ফিরিয়ে দিতেই মহকুমাশাসকের হাতে ক্ষমতা তুলে দিয়েছে আইনসভা। যদি সেই ক্ষমতা কাজে লাগাতে না দেওয়া হয়, তাহলে সিনিয়র সিটিজেন আইন যে ভাবনা থেকে তৈরি হয়েছিল, সেটা ধাক্কা খাবে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

রেশনে নগদ দিতে চায় কেন্দ্র

FacebookWhatsAppEmailShare

আইন মেনে কাজ করুন! ইডিকেই জরিমানা করল বম্বে হাই কোর্ট

FacebookWhatsAppEmailShare

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতদের জার্সিতে লেখা হবে না ‘পাকিস্তান’

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...