বাংলা বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, দিলীপ ঘোষকে শোকজ নোটিশ বিজেপির

মার্চ 27, 2024 | < 1 min read

লোকসভা ভোটের মুখে নতুন করে বিতর্কে জড়িয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন, “বিহার, ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে। বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।

“বিজেপির মহাসচিব অরুণ সিংহের স্বাক্ষরিত ওই শো-কজ় নোটিসে মুখ্যমন্ত্রীর প্রতি দিলীপের মন্তব্যের নিন্দা করে বলা হয়েছে, “মাননীয় দিলীপ ঘোষ, আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীও। দল এই বক্তব্যের নিন্দা করছে। সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার নির্দেশানুসারে আপনি যত দ্রুত সম্ভব আপনার আচরণের ব্যাখ্যা দিন।”

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “আমি চিঠির মাধ্যমে নোটিশের জবাব দেব। আমার বক্তব্য নিয়ে বিতর্কের মুখে পড়ার ঘটনা এই প্রথম নয়, এর আগেও আমি অন্যায়কারীদের সামনে কথা বলছি। দলসহ অনেকে বলেছেন, আমি অসংসদীয় ভাষা ব্যবহার করেছি, যদি তাই হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। আমি নোটিশের সরাসরি জবাব দেব।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare