বাংলা বিভাগে ফিরে যান

বিজেপির ঝড় নিয়ে ব্যঙ্গ কে অমানবিক আখ্যা তৃণমূলের

এপ্রিল 2, 2024 | < 1 min read

গত রবিবার কয়েক মিনিটের ঝরে লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ি। পরিস্থিতি সামলাতে তৎপর প্রশাসন, সেই রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই পরিস্থিতিতেও চলছে রাজনৈতিক তরজা। উত্তরবঙ্গের এই পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করেছেন দিলীপ ঘোষ।

তিনি বলেছেন ঝড় এলে লাভ তৃণমূলের, দিলীপের মন্তব্য, ‘‘টিএমসির পোয়াবারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক। ঝড় হোক— ওরা এটাই চায়। তাতে কামাই হবে।’

মুখ্যমন্ত্রীর এলাকা পরিদর্শনে যাওয়াকে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘‘সরকারে যাঁরা আছেন, দায়িত্ব তাঁদের। ওখানকার মানুষের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোর এবং ক্ষতিপূরণ দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনা। আর আমরা তো বিরোধী দল। আমরা লোকের সঙ্গে আছি।’’ দিলীপ তার পর সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনান। কিন্তু, মানুষের কাছে (টাকা) পৌঁছয় না। আয়লা, আমপানের (ঘূর্ণিঝড়)-র পর (ত্রাণের) টাকা এল, অথচ গেল তৃণমূলের নেতা এবং আত্মীয়দের পকেটে। যাঁর বাড়ি ভেঙেছে, তিনি কিছু পেলেন না। এ বার যেন তা না হয়।’

তৃণমূলের তরফে অবশ্য বিষয়টির কড়া নিন্দা করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মানবিকতার অভাব আছে এসব মানুষের! একটা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা হচ্ছে। রাজনীতি করা হচ্ছে। বলা হচ্ছে, বিজেপির ঝড়ে সব লন্ডভন্ড হচ্ছে। এইসব নেতার ন্যূনতম মানসিকতা নেই মানুষের পাশে দাঁড়ানোর বা দুর্যোগের সময়ে মানুষকে সাহায্য করার। অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare