সংবিধানের প্রস্তাবনা থেকে শব্দ তুলে মোদি সরকারকে নিশানা তৃণমূলের
ডিসেম্বর 17, 2024 < 1 min read
সংবিধানের উপর রাজ্যসভার আলোচনায় বক্তৃতার ক্ষেত্রে অভিনব কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। সাধারণত এ ধরনের আলোচনায় দলের জন্য বরাদ্দ সময়ে দুই থেকে তিন জন সাংসদ বক্তৃতা করেন। সূত্রের খবর, এ বার রাজ্যসভার জন্য নতুন সিদ্ধান্ত, দলের ১০ অথবা ১১ জন সাংসদ বলবেন। প্রত্যেকের জন্য বরাদ্দ ৩ মিনিট। ইতিমধ্যেই লোকসভায় বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, মহুয়া মৈত্র এবং সৌগত রায়।কীভাবে সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত শব্দগুলি আজ বিপন্ন তা তুলে ধরাই লক্ষ্য। সে কারণেই এবার এই নয়া কৌশল নিয়েছে ঘাসফুল শিবির। কিন্তু সে ক্ষেত্রে সব সাংসদদের বলার কথা কেন বলা হচ্ছে? ওয়াকিবহাল মহলের মতে, পশ্চিমবঙ্গের বৈচিত্রময় বিভিন্ন জাতি, ধর্ম, ভাষার প্রতিনিধিত্ব যে এক একজন তৃণমূল সাংসদ করছেন, তা বোঝাতে চাইছে বাংলার শাসকদল। এদিন বক্তব্য রাখেন দোলা সেন, প্রকাশ চিক বরাইক, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে। দোলা সেন ‘উই দ্য পিপল অফ ইন্ডিয়া’ শব্দবন্ধ নিয়ে ভাষণ দেন রাজ্যসভায়। ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনায় তৃণমূল সাংসদ প্রকাশ চিক বরাইক ‘সোসালিজম’ শব্দটির উপর বক্তৃতা দেন। এরপর ‘ডেমোক্র্যাসি’ নিয়ে বলেন সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে সংবিধানের প্রস্তাবনার ‘জাস্টিস’ শব্দটিকে নিয়ে বলেন।
6 days ago
6 days ago
7 days ago
7 days ago
7 days ago
অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই সিদ্ধান্ত জানালেন তারকা স্পিনার
বিস্তারিত:
#RavichandranAshwin #GabbaTest #AshwinRetires #ENDOFANERA #Sports #AshAnna #AUSvsIND #IndianCricket #NewszNow
এক দেশ, এক নির্বাচনের জেপিসিতে তৃণমূলের কল্যাণ, সাকেত
বিস্তারিত:
#ONOE #JPC #OneNationOneElection #ElectoralReform #BJP #TMC #Parliament #NewszNow