এবার কি গেরুয়া হাওয়া সবুজের বিধায়কমন্ডলীতে?
বাংলা দিবস নিয়ে যেদিন বিধানসভায় আলোচনা হয়, সেদিন কক্ষে উপস্থিত ছিলেন না তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক।সেই কারণে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি জবাব তলব করেছে এই বিধায়কদের কাছ থেকে।
বাংলা দিবস নিয়ে প্রস্তাব ১৬৭ ভোটে পাশ হয়। অর্থাৎ তৃণমূলের ২১৫জন বিধায়ক থাকা সত্বেও ১৬৭টি ভোট পড়েছিল তাদের পক্ষে।তাহলে কি লোকসভা নির্বাচনে বাংলার মানুষের মুডের হেরফের বুঝেই এই অনুপস্থিতি?
শোনা যাচ্ছে, ঘাসফুলে থেকে পদ্মের দিকে ঝুঁকছেন বেশ কিছু বিধায়ক।২০১৯ আর ২০২১ নির্বাচনে দলবদলের হিড়িক পড়েছিল বাংলার তৃণমূল আর বিজেপি শিবিরে।আবারও সেই চিত্র দেখা যেতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।