বাংলা বিভাগে ফিরে যান

এবার শিক্ষা খাতে টাকা আটকানোর ‘ষড়যন্ত্র’

মার্চ 1, 2024 | < 1 min read

এবার শিক্ষা খাতে টাকা আটকানোর ‘ষড়যন্ত্র’। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশন, পঞ্চদশ অর্থ কমিশনের প্রাপ্যের পর এবার কোপ পড়েছে শিক্ষাক্ষেত্রে। ‘সমগ্র শিক্ষা অভিযানে’ বরাদ্দ ১ হাজার ২৭৩ কোটি টাকা আটকানো হয়েছে। শুধু বাংলা নয়, ভোটের ঠিক আগে এই খাতে টাকা দেওয়া হচ্ছে না দিল্লি, পাঞ্জাব, তামিলনাড়ু, কেরলের মতো বিরোধী শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকেও। প্রধানমন্ত্রীর নামে প্রকল্প ‘পিএম-শ্রী’ প্রকল্প এই পাঁচ-ছ’টি রাজ্য কার্যকর করেনি। তাই দেওয়া হবে না প্রাপ্য অর্থ। চলতি অর্থবর্ষে (২০২৩-’২৪) সমগ্র শিক্ষা অভিযানে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছিল ১ হাজার ৭৪৫ কোটি টাকা। এর মধ্যে ৪৭২ কোটি দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ২৭৩ কোটি আপাতত আটকে রাখা হচ্ছে। একটামাত্র প্রকল্পে অনাগ্রহী হওয়ায় সমগ্র শিক্ষা অভিযানের টাকা আটকে রাখা হচ্ছে কেন? জবাব দিতে নারাজ মন্ত্রকের অফিসাররা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলায় কেরোসিনের বরাদ্দ অর্ধেকেরও কম করে দিল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
আবার অমিত শাহের জনসভা ফ্লপ শোয়ে পরিণত
FacebookWhatsAppEmailShare
সপ্তগ্রামে লকেটের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের
FacebookWhatsAppEmailShare