বাংলা বিভাগে ফিরে যান

ইভিএমে বিজেপির খাতায় অতিরিক্ত ভোট পড়ল কি করে, জানতে চাইল শীর্ষ আদালত

এপ্রিল 19, 2024 | < 1 min read

ইভিএম মেশিনে বিজেপির নামে পড়ছে অতিরিক্ত ভোট। কেরলে আয়োজিত মক পোলেই উঠেছে এমন চাঞ্চল্যকর অভিযোগ। এবার সেই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের দাবি, এই অভিযোগ মিথ্যা।

ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জিতে মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। মঙ্গলবার এই মামলার শুনানিও হয়েছে। তার মধ্যেই কেরলের কাসারগোড় কেন্দ্রের চারটি ইভিএমে ‘কারচুপি’ নিয়ে অভিযোগ উঠেছে। বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চে ভিভিপ্যাট-ইভিএম মিলিয়ে দেখার মামলার শুনানির সময়েই এই অভিযোগ আনেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের আইনজীবী। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেই অভিযোগ আনেন তিনি।

কমিশনের তরফে জানানো হয়, সব ভোটযন্ত্রই মক পোল পদ্ধতির মাধ্যমে দেখা হয়। প্রার্থীদের র‍্যান্ডমলি পাঁচ শতাংশ মেশিন বাছাই করতে বলা হয়। একই পদ্ধতি ভোটের দিনও মেনে চলে কমিশন। সেখানে ভিভিপ্যাট স্লিপ বের করে তা গোনা ও মিলিয়ে দেখা হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare