দেশ বিভাগে ফিরে যান

ইন্ডিগোর প্লেনের ইমারজেন্সি এক্সিট খুললেন বিজেপির তেজস্বী সূর্য

জানুয়ারি 17, 2023 | < 1 min read

কারোর অনুমতি ছাড়া গত ১০ই ডিসেম্বর চেন্নাই বিমানবন্দরের একটি ফ্লাইটের ইমারজেন্সি এক্সিট খুলে দেন দক্ষিণ ব্যাঙ্গালোরের বিজেপি সাংসদ ও যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। ইন্ডিগো এই বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি। চেন্নাই বিমানবন্দর ও ডিজিসিএ-র আধিকারিকরা এক যাত্রীর ইমারজেন্সি এক্সিট খোলা ও ফ্লাইটের দেরি হওয়া স্বীকার করলেও যাত্রীর নাম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিছু প্রত্যক্ষদর্শী সহযাত্রী সংবাদমাধ্যমকে জানান যে তেজস্বী সূর্যই দরজাটি খোলেন ও তাঁকে ক্ষমা চাওয়ানোও হয়।

জানা যাচ্ছে, সেফটি প্রটোকল শোনার পর পাশে থাকা ইমারজেন্সি এক্সিটের লিভার ভুল করে টেনে দেন তেজস্বী, যার জন্য খুলে যায় দরজা ও সঙ্গে-সঙ্গে সকল যাত্রীদের নামিয়ে নিয়ে গিয়ে বাসে বসানো হয়।

বিমানবন্দর কতৃপক্ষ ও সিআইএসএফ-এর তৎপরতায় দু’ঘন্টার মধ্যে ফের উড়তে পারে প্লেনটি। লিখিত ক্ষমাও চান সাংসদ। তার সঙ্গে ছিলেন তামিলনাড়ু বিজেপি সভাপতি কে আন্নামালাই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare