Adhir Choudhury

সিপিএমের উত্তরীয় গলায় সেলিমের সঙ্গী হয়ে মনোনয়ন জমায় হাজির অধীর

বামপন্থীদের কণ্ঠে আগে ঝরে পড়তো কংগ্রেসের প্রতি শ্লেষ এবং ঘৃণা। ‘৭০-এর দশকে নাকি কলকাতায় নির্দোষ নক্সালপন্থীদের রক্তবন্যা বইয়েছিলো কংগ্রেস। কিন্তু বর্তমান চিত্র দেখলে হয়তো আবারো আঁতকে উঠে ফিরে আসতেন চারু মজুমদার। ভোট এমন বালাই যে সিপিএমের প্রতীক গলায় ঝুলিয়ে ঘুরতে দেখা গেলো খোদ প্রদেশ কংগ্রেস সভাপতিকে। সাদা উত্তরীয়, তার উপর আঁকা সিপিএম এর প্রতীক কাস্তে

অধীরের ‘মমতা আক্রমণ’ – এর বিরুদ্ধে সরব পাওয়ার

ইন্ডিয়া জোট হলেও বাংলার কংগ্রেস নেতৃত্বের মুড অন্য। এখনো সমানে মমতা বন্দোপাধ্যায়কে দুষেই চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এই বিষয়ে এবার মুখ খুললেন খোদ এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি বলেছেন, মমতাকে অধীর যে ভাষায় আক্রমণ করছেন, তা ঠিক নয়। জোটের অংশ হিসেবে এখনো বাংলায় আসন সমঝোতা চূড়ান্ত হয়নি তৃণমূল