‘মিথ্যে’ বিজ্ঞাপন নিয়ে সুকান্তকে শোকজ কমিশনের
নির্বাচনী প্রচারে রাজ্যের শাসকদলকে আক্রমণ শানাতে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে গত ৫ মে একাধিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি। যেখানে বলা হয়েছিল তৃণমূল শাসনে গোটা রাজ্য ‘দুর্নীতির আঁতুড়ঘর’।
শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, মিড ডে মিল, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, কয়লা পাচার, গরু পাচারে তৃণমূল যুক্ত বলে দাবি করে ওই বিজ্ঞাপন।এই বিষয়ে বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারকে শোকজ করল জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বিজেপি রাজ্য সভাপতিকে শোকজ করা হয়েছে।
আগামী ২১ মে বিকেল ৫ টার মধ্যে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কেন তাঁর বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা দিয়ে হবে সুকান্ত মজুমদারকে।