বাংলা বিভাগে ফিরে যান

হিট স্ট্রোকের চিকিৎসার্থে বিশেষ ওয়ার্ড রাজ্যের সব হাসপাতালে

এপ্রিল 20, 2024 | < 1 min read

গরমের পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের প্রত্যেক হাসপাতালে হিট স্ট্রোকের জন্য পৃথক ওয়ার্ড খোলার নির্দেশ দিল স্বাস্থ্যভবন। সেখানে রোগীদের জন্য কী কী ব্যবস্থা রাখতে হবে, সেই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। বলা হয়েছে, এই ওয়ার্ডে একটি ঘরে ন্যূনতম দু’টি বেড সংরক্ষিত রাখতে হবে।

সেই ঘরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা হাইস্পিড পাখার ব্যবস্থা করতে হবে। তাছাড়া, ভিজে তোয়ালে, পর্যাপ্ত ঠান্ডা জল, বরফ, রেক্টাল থার্মোমিটার, আপৎকালীন পরিস্থিতির বিভিন্ন ওষুধ, পোর্টেবল ইসিজি মেশিন প্রভৃতি রাখা হবে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যে বেশ কয়েকজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে। সূত্রের খবর, অসহনীয় গরমের কথা কথা ভেবে রাজ্যের প্রত্যেক হাসপাতালে হিট স্ট্রোকের জন্য বিশেষ ওয়ার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে দপ্তরের তরফে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সংসদে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে গেলেন না বিজেপির কেউ
FacebookWhatsAppEmailShare
গ্রামে সন্দেশখালির ভিডিয়ো নিয়ে অভিনব প্রচার তৃণমূল কংগ্রেসের
FacebookWhatsAppEmailShare
রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া সন্দেশখালির নির্যাতিতারা ভুয়ো?
FacebookWhatsAppEmailShare