NEWSZNOW বাংলা

March 16, 2025, Sunday 08:09:56

বাংলা ENGLISH

স্বাস্থ্য বিভাগে ফিরে যান

স্বাস্থ্য ক্ষেত্রে রাজনীতি নিয়ে কড়া বার্তা শশী পাঁজার

ফেব্রুয়ারি 10, 2025 < 1 min read

লকাতায় অনুষ্ঠিত হল প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রথম সভা, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডা. শশী পাঁজা, মানস ভুইয়া, ডা. নির্মল মাজি, কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক সিনিয়র ডাক্তাররা। এই সংগঠনের কথা মন্ত্রী ডা. শশী পাঁজা আনুষ্ঠানিকভাবে পূর্বেই জানিয়েছিলেন। এবার সেই সংগঠনের কার্যকরী সমিতির সভা অনুষ্ঠিত হয় উত্তর কলকাতায়।সেখানেই জেলা থেকে আসা একাধিক চিকিৎসক জানিয়েছেন, “উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ-সহ একাধিক হাসপাতালের জনাকয়েক চিকিৎসক সরকারি পরিষেবায় ফাঁকি দিয়ে শহরে এসে মিছিল করছেন। একদিকে নিজেরা সরকারি পরিষেবা ফাঁকি দিচ্ছেন। আবার মিছিল করে সরকারের ব্যর্থতার গল্প শোনাচ্ছেন।”

তেমন কিছু নামও জমা পড়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের কাছে।দলের তরফে মন্ত্রী শশী পাঁজা বলেন, “আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্বে সংগঠন হবে। তৃণমূল করছে বলে হুমকি দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কর্মী হওয়ায় দায়বদ্ধতা থাকে। প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশন প্রতিটি জেলায় যাবে। যে সমস্ত রাজনৈতিক দল আমাদের বিরোধিতা করছেন তারা রাজনৈতিকভাবে বিরোধিতা করতেই পারেন, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে কোনও রাজনীতির জায়গা নেই। ডিউটি না করে সরকারকে হেনস্থা করবেন না।”

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

গুণমান পরীক্ষায় ফেল নিত্য ব্যবহৃত বিভিন্ন ওষুধ

FacebookWhatsAppEmailShare

ডাক্তারদের সঙ্গে বৈঠকে “মমতার” ছোঁয়া দিলেন মুখ্যমন্ত্রী

FacebookWhatsAppEmailShare

বেতন বাড়ছে জুনিয়র-সিনিয়র সহ সব ডাক্তারদের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...