গুণমান পরীক্ষায় ফেল নিত্য ব্যবহৃত বিভিন্ন ওষুধ
মার্চ 4, 2025 < 1 min read

দেশে ওষুধের গুণমান নিয়ে ফের উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন এর গুণমান পরীক্ষায় ফেল করেছে ৯৩টি ওষুধ, যার মধ্যে রয়েছে প্যারাসিটামল, রক্তচাপ কমানোর ওষুধ, বমিভাব কাটানোর ওষুধ, সাধারণ অ্যান্টিবায়োটিক, শিশুদের হাঁচি-কাশির সিরাপ এবং অন্যান্য মলম। গত ডিসেম্বর এবং জানুয়ারিতে গুণমান পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ওষুধের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন। জানুয়ারিতে গুণমানে ফেল করা ৯৩টি ওষুধের মধ্যে এই সমস্ত সাধারণ ওষুধই অন্তর্ভুক্ত রয়েছে।
এই পরীক্ষার মধ্যে রয়েছে নানা ধরনের ওষুধ, যেমন ব্যথা উপশমকারী, নিউরোপ্যাথিক ব্যথার চিকিৎসা, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ক্রিম, পিপিআই, ভিটামিন, হজমের ওষুধ, এবং কাটা ছেড়া উপশমে ব্যবহৃত মলম। কিন্তু, অত্যন্ত আশ্চর্যজনকভাবে, এগুলির কোনোটি-ই গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। গত বছরের সেপ্টেম্বর মাসে সিডিএসসিও-র গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল ৫৩টি ওষুধ। যেখানে প্যারাসিটামল ছাড়াও ছিল ক্ল্যাভাম ৬২৫-এর মতো বহু পরিচিত অ্যান্টিবায়োটিক এবং প্যান-ডির মতো বহুল ব্যবহৃত হজমের ওষুধও। ক্যালশিয়াম এবং ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওষুধ থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধও ছিল বিপজ্জনক তালিকায়।




6 days ago
6 days ago
6 days ago
6 days ago
6 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow