দেশ বিভাগে ফিরে যান

আজ থেকে নতুন সংসদ ভবনে অধিবেশন

সেপ্টেম্বর 19, 2023 | < 1 min read

বাদল অধিবেশনের পর ৫ দিনের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রের মোদী সরকার। সেই অধিবেশনের আজ দ্বিতীয় দিনে গণেশ পুজো করেই সংসদের গৃহপ্রবেশ হচ্ছে।

তার আগে শেষবারের মতন পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে মিলিত হয়েছেন সকল সাংসদরা। এই মুহূর্তে সেখানে চলছে অনুষ্ঠান। সংবিধানের কপি দেওয়া হবে সকল সাংসদদের। স্মৃতিচারণের মাধ্যমে শেষ হবে শতাব্দী প্রাচীন পথচলা।

নতুন ভবনের নাম ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’। নতুন ভবনে হস্তী দ্বার নির্দিষ্ট করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। আর সাংসদদের জন্য মকর গেট।

দুপুর ১.১৫ থেকে লোকসভায় অধিবেশন বসবে। সেখানেই ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পেশ করা হবে। মহিলা সাংসদদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২.১৫ থেকে রাজ্যসভায় অধিবেশন বসবে।

৩৮৪ আসন বিশিষ্ট রাজ্যসভার কক্ষর নকশা তৈরী করা হয়েছে জাতীয় ফুল পদ্ম ফুলের আদলে। আর ৮৮৮ বিশিষ্ট লোকসভা তৈরি হয়েছে জাতীয় পাখি ময়ূরের আদলে। স্পিকারের আসনের কাছে বসছে সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’। সাড়ে ৬৪ হাজার স্কোয়ার মিটার জায়গার ওপর তৈরি এই এই ভবন উদ্বোধন করা হয় ২০২৩ সালের ২৮ মে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু প্রতিষ্ঠান, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
আরও একবার ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি,এবার বিজেপি শাসিত ত্রিপুরায়
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রীয় সরকারের কঠোর নিয়ম, শর্ত না মানলে ছাড়তে হবে রেশন কার্ড
FacebookWhatsAppEmailShare