বাংলাদেশের হিন্দুদের উদ্দেশে পলায়ন নয়, পরাক্রমের বার্তা সংঘের
ডিসেম্বর 27, 2024 2 min read
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে লাগাতার আন্দোলনের স্লোগানে বদল আনল আরএসএস। সংঘের এবার নয়া স্লোগান ‘আর নয় পলায়ন, এবার পরাক্রম’। আরএসএসের ব্যাখ্যা, বাংলাদেশে অত্যাচারের মুখে পড়ে সেখানকার হিন্দু সংখ্যালঘুরা নিজের ভিটেমাটি ছেড়ে এদেশে চলে আসবেন কেন? ১৯৭১ সালে যা হয়েছে তা এবার হবে না বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে। আরএসএসের কার্যকর্তা ড. জিষ্ণু বসুর মতে, ‘‘দুই বাংলাতেই হিন্দু বাঙালির অস্তিত্বের সংকট। দুই বাংলায় বাঙালি হিন্দু আজ ঐক্যবদ্ধ। তথাকথিত উচ্চ-নিচ, ঘটি-বাঙাল, ধনী-দরিদ্র এই লড়াইটা সকলের। আর এক পাও পিছোব না। যেখানে যে আছি মৃত্যুর আগে পর্যন্ত সেখানেই থাকব। লড়াই করব।’’
আরএসএস চাইছে, কোনও হিন্দু যেন চলে না আসেন বাংলাদেশ থেকে। বরং প্রতিরোধের দাপট, তেজ ও বীরত্ব দেখাক তারা সেখানেই। সংঘের মুখপাত্র বিপ্লব রায়ের কথায়, ‘‘আমরা বলছি বাংলাদেশ থেকে চলে এলে বা পলায়ন করে এলে হবে না। ওখানে থেকে লড়াই করে পরাক্রম দেখাতেই হবে। বাংলাদেশে হিন্দুদের অধিকার আছে।’’
এই বিষয়ে রাজনৈতিক মহলের অভিমত, বাংলাদেশ ইস্যুকে সচল রাখতে চাইছে আরএসএস। কারণ, ‘হিন্দুত্ব খতরা মে হ্যায়’ এটার প্রচার চাইছে তারা। তাই বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার সবরকম বার্তা দিয়ে চলেছে আরএসএস। বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে জেলায় জেলায় প্রচার আন্দোলনের ঝাঁজ বাড়ানোর জন্য বঙ্গ বিজেপিকে নির্দেশও দিয়েছে আরএসএস। বিজেপি মনে করছে, হিন্দুত্বের আবেগকে ধরে এ রাজ্যে এগোতেই হবে। তাই বাংলাদেশ ইস্যু তাদের কাছে এই মুহূর্তে মূল অস্ত্র। কারণ, বাংলায় গত লোকসভা নির্বাচন থেকে শক্তি কমেছে বিজেপির। বাংলায় রাজনৈতিক জমি দখল করা যে কঠিন তা বুঝতে পারছেন পদ্মশিবিরের নেতারা। বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে হিন্দুত্বের চড়া সুরে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সোমবারও ধর্মতলায় রানি রাসমণি রোডে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির ডাকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে আয়োজিত হয়েছে সভা।