বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ফিরে যান

ভারতে তৈরি হলেও কেন দাম বেশি আইফোনের?

সেপ্টেম্বর 15, 2023 | < 1 min read

ভারতে ম্যানুফ্যাকচার করা হলেও দুবাই বা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অনেকটাই বেশি দামে আইফোন বিক্রি হবে দেশে। যখন ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে শামিল হয়ে ভারতবর্ষে আইফোন বানানোর সিদ্ধান্ত নেয় অ্যাপেল, তখন ভারতীয় আইফোন ভক্তরা আশা করেছিলেন যে এবার দাম কিছুটা হলেও কমবে। কিন্তু বিধি বাম।

যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ১৫ প্রো ম্যাক্সের (১ টেরাবাইট) দাম ১ লক্ষ ৩২ হাজার টাকার মতো, সেখানে ভারতে তার মূল্য ২ লক্ষ টাকা। অবশ্য এটি ভারতে তৈরি হয়নি।

ভারতে তৈরি হওয়া আইফোন ১৫ প্রোয়ের দাম ১ লক্ষ ৩৫ হাজার টাকা যেখানে আমেরিকায় তা বিকোবে ৮৩ হাজার টাকায়। আইফোন ১৫ প্রো ম্যাক্সের ক্ষেত্রে ভারতীয় বাজারে দাম নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা, যেখানে আমেরিকায় এই ফোনের মূল্য ১ লক্ষ ১৫ হাজার টাকা এবং দুবাইতে ৯৯ হাজার টাকা।

এর কারণ স্বরূপ অ্যাপেল জানাচ্ছে যে অনেক উপকরণ ইমপোর্ট ডিউটি দেওয়ার পরেই ভারতে আমদানি করতে হয়েছে। এর সঙ্গে জানা যাচ্ছে যে ভারতে অ্যাপেলের ব্যবসা অনেকটাই কম আমেরিকা বা দুবাইয়ের তুলনায়।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে যে নতুন কোনো আইফোন লঞ্চ হলে ভারতের ক্রেতারা সবার আগে তার পূর্ববর্তী বা আরো পুরনো মডেল কিনতে ঝোকেন, কারণ সাধারণত সেই মডেলগুলির দাম তখন কমে। বিগত দিনেও সেইরকম ট্রেন্ড দেখা দিয়েছে। তাই ইচ্ছে করে নতুন আইফোনের দাম এবারও কমানো হয়নি ভারতীয় বাজারের জন্য।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘সেমিকন্ডাক্টর প্ল্যান্টের জমি তৈরি, প্রচুর কর্মসংস্থান’, রাজ্যে মার্কিন বিনিয়োগ নিয়ে মন্তব্য মমতার
FacebookWhatsAppEmailShare
সাইবার হানায় ৩০০ ভারতীয় ব্যাঙ্কের অনলাইনে পেমেন্ট বন্ধ
FacebookWhatsAppEmailShare
দেশে এবার চালু হবে ডিজিটাল পিন
FacebookWhatsAppEmailShare