বাংলা বিভাগে ফিরে যান

মোদির সঙ্গে রাণীমার ফোনালাপ ভাঙছে বিধি, অভিযোগ

মার্চ 30, 2024 | < 1 min read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাণীমা অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথোপকথন এবং তারপর সেটির প্রচার নির্বাচনী বিধিভঙ্গ করছে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কমিশনকে দেওয়া চিঠিতে লিখেছে, ‘‘আমরা জানতে পেরেছি, গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের ফোনে কথা হয়েছে। সেই কথোপকথন সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। একে প্রচারের অঙ্গ বলে তুলে ধরা হচ্ছে। বিজেপির ইনস্টাগ্রাম হ্যান্ডলেও সেই লিঙ্ক পোস্ট করা হয়েছে। দু’জনের ওই কথোপকথন ভোটের আগে আদর্শ আচরণবিধির একাধিক অংশ লঙ্ঘন করেছে।’’

বাংলার শাসকদল জানিয়েছে যে মোদির প্রত্যেকটি কথা মিথ্যা এবং কমিশনের কাছে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare