দেশ বিভাগে ফিরে যান

নাগাল্যান্ডে ভোট বয়কট, ৬ জেলায় ভোটের হার প্রায় শূন্য

এপ্রিল 21, 2024 | < 1 min read

গোটা দেশের সঙ্গে তাল রেখে নাগাল্যান্ডেও চলছে ভোট। তবে সেখানে ৬ টি জেলায় ভোটের হার প্রায় শূন্য। যেখানে দেশের অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোটের উৎসবে মেতেছেন মানুষ। সেখানে নাগাল্যান্ডের এই ৬টি জেলায় ভোটের হার একেবারে নেই বললেই চলে।

নাগাল্যান্ডের ছয়টি জেলায় নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও) যে অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েছিল, তা শনিবার তারা তুলে নিয়েছিল৷ শুক্রবার নাগাল্যান্ডে লোকসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়৷ ওই রাজ্যের ছ’টি জেলায় কেউই ভোট দিতে আসেননি৷ আসলে ওই ছ’টি জেলাতেই অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েছিল ইএনপিও৷ ভোটপর্ব মিটতেই বনধ তুলে নেয় এই সংগঠন৷

পূর্ব নাগাল্যান্ডের ২০টি বিধানসভা কেন্দ্র নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত সংস্থা ফ্রন্টিয়র নাগাল্যান্ড টেরিটরি তৈরি করার দাবি জানিয়েছে নাগাল্যান্ডের প্রভাবশালী সংগঠন ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট। শর্ত ছিল ভোট শুরু করার আগে তাঁদের দাবি না মানলে ভোট বয়কট করা হবে। আর সেই কারণেই এই ২০টি বিধানসভায় কার্যত ভোটের হার শূন্য।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সিএএ কেন হিন্দু বিরোধী? বিজেপির বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা
FacebookWhatsAppEmailShare
কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ চিকিৎসকদের মত সব টিকা যাচাইয়ের
FacebookWhatsAppEmailShare
বাংলায় কেরোসিনের বরাদ্দ অর্ধেকেরও কম করে দিল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare