দেশ বিভাগে ফিরে যান

স্ট্রংরুমের ইভিএমেও নজরদারি করতে পারবে রাজনৈতিক দলগুলি

এপ্রিল 21, 2024 | < 1 min read

দেশজুড়ে চলছে ভোটগ্রহণ পর্ব। ২৬ এপ্রিল দ্বিতীয় দফা। গণনার আগে পর্যন্ত ইভিএম বা ভোটযন্ত্রগুলি রাখা হয় স্ট্রংরুমে। প্রতিবারই স্ট্রংরুমে কারচুপির অভিযোগ তোলে বিভিন্ন রাজনৈতিক দল। কমিশন সূত্রের খবর, স্ট্রংরুমের বাইরে স্বীকৃত রাজনৈতিক দলগুলি শিবির করে বসে নজরদারি করতে পারবে। এমনকী স্ট্রংরুমে থাকা সিসিক্যামেরার ফুটেজের মাধ্যমে ভিতরে কোনও কারচুপি হচ্ছে কি না, তাও জানতে পারবে রাজনৈতিক দলগুলি।

প্রতিটি স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাদের তিনটি শিফটে ডিউটি দেওয়া হয়েছে। পাশাপাশি রোজ সকালে ও বিকেলে নিয়ম করে রিটার্নিং অফিসার স্ট্রং রুমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং দু’বেলাই রিপোর্ট নথিভুক্ত করবেন। এছাড়াও যদি কোনও প্রার্থী স্ট্রং রুমের পরিস্থিতি দেখতে চান, সেক্ষেত্রে তাঁকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে স্ট্রং রুমের সামনে পৌঁছতে হবে।

তবে সঙ্গে সাদা কাগজ ছাড়া কিছুই রাখতে পারবেন না ওই প্রার্থী। কমিশন সূত্রে জানানো হয়েছে, সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলতেই এই ব্যবস্থা। কমিশনের এই পদক্ষেপের প্রশংসা শোনা গিয়েছে রাজনৈতিকদলগুলির মুখে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটপর্বে টাকা-মদ-মাদক উদ্ধারে শীর্ষে গুজরাট
FacebookWhatsAppEmailShare
নাগরিকত্বের আবেদনের বিষয়ে চুপ স্বরাষ্ট্র মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
‘রাজনৈতিক দল নয়, মোদীর কাছে বড় চ্যালেঞ্জ মানুষ’, বললেন প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare