‘মানুষ পাশে আছে, কেন্দ্রীয় সরকার নেই’, ফের ফুল বদলাচ্ছেন হিরণ?
বাংলায় ভোট লুঠ নিয়ে বিস্তর অভিযোগ করেন গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীরা। এবার ভোট লুঠ নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়। এদিন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন হিরণ। সেখানে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, ‘ইলেকশনের সময় সেন্ট্রাল সিকিউরিটি দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে।’ বিজেপি নেতার এহেন মন্তব্যে তীব্র সমালোচনা রাজ্যে। উপনির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশার আলো দেখছেন হিরণ?
এ প্রসঙ্গে তাঁর সাফ জবাব, ‘কেন্দ্রীয় সরকার যদি সুব্যবস্থা নেয় তাহলে আমরা ছ’টা আসনের মধ্যে সবক’টাতেই জিতব। কিন্তু, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না। তাই ভোট লুঠ হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশকে দোষ দিয়ে লাভ আছে!” এরপরই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “পুলিশ সার্ভিস তো সেন্ট্রাল সার্ভিস। আমার ইলেকশনের সময় সেন্ট্রাল সিকিউরিটি দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে। আমাদের ভোট করতে দেয়নি। তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী?’প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচনে জয় পেতে কোনও কসুর রাখছে না বিজেপি-তৃণমূল দুই দলই।
আবার জয়ের ক্ষেত্রে কাঁটা হয়ে দাঁড়াবে মুখ্যমন্ত্রীর পুলিশ বলে দাবি করেছে গেরুয়া শিবির। তবে এদিন বিজেপি নেতার মুখে ভোটে না জেতার কারণ হিসেবে কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুললেন? তাহলে কি হিরণ চট্টোপাধ্যায় জোড়া শিবিরে নাম লেখাবেন? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে আনাচে-কানাচে।