রাজনীতি বিভাগে ফিরে যান

পঞ্চায়েত নির্বাচনের হিংসার চুলচেরা বিশ্লেষণ করতে হবে: নির্বাচন কমিশন

এপ্রিল 5, 2024 | < 1 min read

লোকসভা ভোটেও এবার পঞ্চায়েত নির্বাচনের হিংসার প্রভাব! রাজ্যের ২৯৪ টি বিধানসভার আসন ধরে ধরে পঞ্চায়েত নির্বাচনের খুঁটিনাটি তথ্য চাইল জাতীয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, সমস্ত মুখ্য নির্বাচন অফিস থেকে সব জেলাগুলিতে নোটিস পাঠানো হয়। তাতে নির্দেশ দেওয়া হয়, পঞ্চায়েত ভোটে বিধানসভা ধরে কোথায়, কত হিংসার ঘটনা ঘটেছে, তা নিয়ে বিস্তারিত পরিসংখ্যান ও তথ্য পাঠাতে হবে নির্বাচন কমিশনকে।

প্রসঙ্গত, বুধবার রাজ্য এসেছেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অলোক সিনহা। ওই দিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। সেই বৈঠকে নির্বাচনের কাজকর্মের অগ্রগতি নিয়ে তিনি আলোচনা করেন। কমিশন সূত্রে খবর, সেই বৈঠকে আলোচ্য সূচিতে উঠে আসে পঞ্চায়েতে হিংসার প্রসঙ্গ। সে সময় তিনি পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রথম দফা নির্বাচনের আগেই, বিশেষত কোচবিহারের হিংসার ঘটনায় কমিশন যে ক্ষুব্ধ, এদিন সেকথাই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর-সহ রাজ্য প্রশাসনের কর্তাদের জানিয়ে দিয়েছে কমিশন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare