পঞ্চায়েত ভোট উপলক্ষে কোন পতাকার বরাত বেশি পেলেন দর্জিরা
জোর কদমে চলছে পঞ্চায়েত ভোটের প্রচার, সেই সঙ্গে চাপ বাড়ছে সেলাই মেশিনের প্যাডেলে। ঝপাঝপ একের পর এক রাজনৈতিক দলের পতাকা তৈরি করছেন হাওড়ার জগাছা অঞ্চলের কারিগররা। অর্ডার সামলাতে গিয়ে চলছে রাত জেগে কাজ।
পতাকা তৈরি জগাছা এলাকার মানুষের অন্যতম পেশা। স্বাধীনতা কিংবা প্রজাতন্ত্র দিবসে প্রচুর জাতীয় পতাকা বানান তাঁরা। কিন্তু ভোট এলে দম ফেলার সময় থাকে না জগাছার দর্জিদের। আচমকা পঞ্চায়েত ভোট ঘোষণায় খাওয়া-ঘুম ভুলে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, আইএসএফের পতাকা তৈরি করে চলেছেন তাঁরা। চাহিদা আসছে নির্দল প্রার্থীর পতাকা তৈরি করে দেওয়ার জন্য। ডেডলাইনের গুঁতোয় মাঝে মাঝেই মেজাজ হারাচ্ছেন জগাছার দর্জিরা।