দেশ বিভাগে ফিরে যান

এই বছর মাত্র ১৮টি ক্যাগ রিপোর্ট পেশ সংসদে

ডিসেম্বর 22, 2023 | < 1 min read

বর্তমান বছরে মাত্র ১৮টি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের রিপোর্ট পেশ হয়েছে সংসদে। গত কয়েক বছর ধরেই ক্রমাগত কমে চলেছে কেন্দ্রীয় সরকারের ওপর এই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থার অডিটের সংখ্যা।

২০১৪ থেকে ২০১৮র মধ্যে গড়ে ৪০টি করে রিপোর্ট প্রতি বছর পেশ হতো পার্লামেন্টে, যা ২০১৯ থেকে ২০২৩এর মধ্যে গিয়ে দাঁড়িয়েছে বছরে গড়ে ২২টি করে। বিগত চার বছরে বার্ষিক ২০টিরও কম রিপোর্ট পেশ করা হয়েছে।

গত পাঁচ বছরে বার্ষিক মাত্র ১৪টি করে রেল সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে, যা তার আগের পাঁচ বছরে ছিল ২৭টি করে। সিভিল বিভাগ সংক্রান্ত রিপোর্ট গত পাঁচ বছরে জমা পড়েছে বার্ষিক ৩৪টি করে, যা তার আগের একই সময়কালে ছিল বছরে ৪২টি করে। প্রতিরক্ষা মন্ত্রক জনিত শেষ রিপোর্ট পেশ হয় ২০১৭ সালে।

এই বিষয়ে উষ্মা প্রকাশ করে এক দল প্রাক্তণ আমলা চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাজেট অধিবেশনের আগে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের এক্স হ্যান্ডেলে পরামর্শ
FacebookWhatsAppEmailShare
তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
FacebookWhatsAppEmailShare
সমলিঙ্গের বিয়ের বিষয়ে আগের রায় পুনর্বিচার করবে সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare