দেশ বিভাগে ফিরে যান

দেখে নিন জাতীয় পতাকা উত্তোলনের নতুন নিয়মগুলো

আগস্ট 15, 2022 | < 1 min read

রাত পোহালেই ১৫ই আগস্ট। এবছর স্বাধীনতার ৭৬তম বর্ষপূর্তি।

জানেন কি জাতীয় পতাকা উত্তোলনের নিয়মগুলো কি?

ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, সোজা করে হোক বা অল্প হেলানো, সবসময় যেন ওপরে থাকে গেরুয়া।

উত্তোলন তাড়াতাড়ি করলেও নামানোর সময়ে আস্তে-আস্তে, সসম্মানে নামাতে হবে তেরঙা।

কোনো মানুষ বা বস্তুর সামনে নিচু করা যাবে না পতাকা এবং জাতীয় পতাকার ওপর আর কোনো পতাকা থাকবে না।

গাড়িতে জাতীয় পতাকা রাখলে তা সুঠামভাবে, গাড়ির বনেটে রাখবেন।

পতাকা মাটিতে ছোঁয়ানো বা জলে ভাসতে দেওয়া যাবে না ।

এতদিন পর্যন্ত সূর্যাস্তের পর জাতীয় পতাাকা উত্তোলনের অনুমতি ছিল না। কিন্তু এবার থেকে প্রত্যেক দেশবাসী নিজের বাড়িতে রাত-দিন নির্বিশেষে উত্তোলন করতে পারবেন জাতীয় পতাকা।

এবার থেকে হাতে কাটা এবং বোনা তুলো, সিল্ক বা খাদি দিয়ে তৈরি পতাকা ব্যবহারে জোর দিচ্ছে ভারত সরকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটপর্বে টাকা-মদ-মাদক উদ্ধারে শীর্ষে গুজরাট
FacebookWhatsAppEmailShare
নাগরিকত্বের আবেদনের বিষয়ে চুপ স্বরাষ্ট্র মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
‘রাজনৈতিক দল নয়, মোদীর কাছে বড় চ্যালেঞ্জ মানুষ’, বললেন প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare