অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
আজ ‘বাজেট অন অ্যাকাউন্ট’ বা অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশে তিনি বলেছেন, মহিলাদের ক্ষমতায়নে বিশেষ জোর দেওয়া হবে।
উৎপাদন ও আয় বাড়ানো হবে কৃষকদের। প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনায় ৩৮ লাখ কৃষক উপকৃত হয়েছেন।টিকাকরণের হার বাড়ানো হবে। প্রসূতি ও নবজাতকদের চিকিৎসার জন্য আরও উদ্যোগ নেওয়া হবে।
সার্ভাইকাল ক্যানসারের টিকা দেওয়া হবে ৯ থেকে ১৪ বছরের মেয়েদের। বাড়ির ছাদে সৌরপ্যানেল লাগানোর ব্যবস্থা করবে কেন্দ্র। প্রতি মাসে ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।। আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন সব আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। বন্দর করিডর তৈরি হবে। হাই ট্রাফিক করিডরও তৈরি হবে।
এতে রেলযাত্রা আরও সহজ ও কম সময় সাপেক্ষ হবে। ৪০ হাজার রেলবগিকে বন্দে ভারত স্ট্যান্ডার্ডে পরিবর্তিত করা হবে। বিগত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছে।