মহারাষ্ট্রে ফের ক্ষমতায় এনডিএ!
নভেম্বর 23, 2024 < 1 min read
লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন। মাঝে ৬ মাসের ব্যবধান। এই ৬ মাসের মধ্যেই আমূল পরিবর্তন। লোকসভা নির্বাচনে যেখানে বিজেপির ভোটব্যাঙ্কে টান পড়েছিল, সেখানেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ২২৩টিতে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। যার মধ্যে বিজেপি একাই হাতে পেতে চলেছে ১২৪টি আসন।
ফলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে মুখ্যমন্ত্রী পদে হকদার হতে পারে বিজেপিই।ইতিমধ্যেই উদ্ধব ঠাকরে, রাহুল গান্ধী, শারদ পাওয়ারদের মহা বিকাশ আঘাড়িকে রাজ্যে মুছে ফেলে ক্ষমতায় বসতে চলা একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিন গড়করিসহ বিজেপির তাবড় নেতৃত্ব। কিন্তু, তারমধ্যেই উঠেছে পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ নিয়ে বিতর্ক।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, ‘আমি বলেছিলাম যে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব। সেটাই পেয়েছি।’ তিনি দাবি করেন, তাঁরা যে কাজ করেছেন, সেটার দাম দিয়েছেন সাধারণ মানুষ। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন? তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন কিনা, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি শিন্ডে।
6 days ago
6 days ago
6 days ago
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল - NewszNow
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল NewszNow দেশ -6 days ago
6 days ago
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! - NewszNow
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! NewszNow দেশ -