আজ থেকে শুরু পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন
আজ, ২০শে জুলাই বসছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। আগামী ১১ই আগস্ট পর্যন্ত চলতে পারে এই অধিবেশন। এই অধিবেশনের মধ্যেই পথ চলা শুরু করবে নতুন পার্লামেন্ট ভবন।
চিরাচরিত প্রথা মেনে বাদল অধিবেশনের আগে সর্বদলীয় মিটিং ডেকেছিল সরকার। সব দলকে একজায়গায় এনে নানা বিষয় নিয়ে মতামত নেওয়ার জন্য় এই মিটিংয়ের আয়োজন করা হয়। শাসকদলের একাধিক মন্ত্রী এই মিটিংয়ে অংশ নিলেও, রাজনৈতিক কারণে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি বহু বিরোধী নেতৃত্ব।
এই অধিবেশনে ৩১টি বিল আসার পরিকল্পনা রয়েছে। আলোচনায় উঠে আসতে পারে সংঘর্ষে জর্জরিত মণিপুরের প্রসঙ্গ। এই প্রথমবার INDIA জোটের মুখোমুখি হতে চলেছে NDA।
নানাদিক দিয়েই জমজমাট হতে চলেছে এই বর্ষাকালীন অধিবেশন।