শেষ দফার প্রচারে মরিয়া নরেন্দ্র মোদী
এবারের লোকসভা নির্বাচনে ‘আব কি বার, চারশো পার’ স্লোগান নিয়ে প্রচারে নেমেছিল বিজেপি। শেষ মুহূর্তেও চারশো পার তো দূরস্থান, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ‘টার্গেট’ পূরণ নিয়েই চিন্তায় পড়ে গিয়েছে বিজেপি।
যদিও বিহারের ঔরঙ্গাবাদে এক প্রকাশ্য সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, ‘পঞ্চম দফা পর্যন্ত ভোটেই বিজেপি ৩১০টি আসন জিতে গিয়েছে। বাকি দু’টি পর্যায়ে দল ৪০০টি আসন পার করে যাবে।’
কিন্তু শেষ দফার ভোটে আরও মরিয়া হয়ে আসরে নামতে হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আপাতত তাঁকে দিয়ে তিন দিনে দশটি জনসভা করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এরই পাশাপাশি রয়েছে রোড শো’ও। শেষ মুহূর্তে যত বেশি সম্ভব আসন ‘নিশ্চিত’ করাই এখন বিজেপির টার্গেট। দলের রাজ্য কার্যালয়গুলিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, শেষ পর্যায়ে যাবতীয় অভ্যন্তরীণ ক্ষোভ-বিক্ষোভ সামাল দিন।