দেশ বিভাগে ফিরে যান

সুপ্রিম কোর্টে মনমোহন সিংয়ের প্রশংসা মোদি সরকারের

এপ্রিল 19, 2024 | < 1 min read

সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করল কেন্দ্রীয় মোদি সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর আমলে যে আর্থিক সংস্কার হয়েছিল, সে কথা উল্লেখ করলেন সলিসিটর-জেনারেল তুষার মেহতা। মনমোহন ছাড়াও নরসিমহা রাও-য়েরও প্রশংসা করেন তিনি। উল্লেখ করেন, ওই দুই প্রধানমন্ত্রীর আমলেই আর্থিক সংস্কারে শেষ হয় লাইসেন্স রাজ।

শিল্প নিয়ন্ত্রক বিল সংক্রান্ত এক মামলায় কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা শীর্ষ আদালতে বললেন, ১৯৯১ সালে ভারতের অর্থনীতির উদারীকরণ, ‘লাইসেন্স রাজ’ শেষ করার ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও এবং তৎকালীন অর্থমন্ত্রী মনোমোহন সিংয়ের ভূমিকা অনস্বীকার্য। মনমোহন এবং নরসিমা রাও কোম্পানি আইন, ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্টের মতো বহু আইন সংশোধন করেছেন। যার প্রভাব বর্তমান অর্থনীতিতে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে ‘বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী’ হিসেবে ইউপিএ সরকার এবং কংগ্রেসকে নীতিপঙ্গুত্ব নিয়ে নাগাড়ে আক্রমণ করতেন নরেন্দ্র মোদি। দাবি করতেন, বৃদ্ধির হার থমকে গিয়েছে সেই কারণেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটপর্বে টাকা-মদ-মাদক উদ্ধারে শীর্ষে গুজরাট
FacebookWhatsAppEmailShare
নাগরিকত্বের আবেদনের বিষয়ে চুপ স্বরাষ্ট্র মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
‘রাজনৈতিক দল নয়, মোদীর কাছে বড় চ্যালেঞ্জ মানুষ’, বললেন প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare