বাংলা বিভাগে ফিরে যান

দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল সর্তকতা জারি আবহাওয়া দফতরের

এপ্রিল 21, 2024 | < 1 min read

তাপমাত্রা কমার কোনও লক্ষ্মণ নেই। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার তাপপ্রবাহ চলবে।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে রবিবার। এই ছ’টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ এবং কমলা সতর্কতা জারি রয়েছে।

হলুদ সতকর্তা রয়েছে কলকাতায়। দিনের বেলায় বইবে লু। তাই প্রয়োজন ছাড়া বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না বেরানোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫.৯ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের মধ্যে পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.১। স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি।

সোমবার এবং মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলায় কেরোসিনের বরাদ্দ অর্ধেকেরও কম করে দিল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
আবার অমিত শাহের জনসভা ফ্লপ শোয়ে পরিণত
FacebookWhatsAppEmailShare
সপ্তগ্রামে লকেটের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের
FacebookWhatsAppEmailShare