খবর বিভাগে ফিরে যান

গেরুয়া শিবিরে ভাঙ্গন অব্যাহত, এবার তৃণমূলের দিকে পা বাড়ালেন কারা?

সেপ্টেম্বর 27, 2021 | < 1 min read

বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিলো, আর এখন ছবিটা সম্পূর্ণ উল্টো।

সূত্রের খবর, এখন তৃণমূলের হাত শক্ত করতে গেরুয়া শিবিরের বেশ কয়েকজন যোগাযোগ রাখছেন। উত্তরবঙ্গের এক বিজেপি এমপির পাশাপাশি দক্ষিণবঙ্গেরও এক তফসিলি এমপি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

একইভাবে উত্তরবঙ্গের আরও এক বিধায়ক ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত রাজ্য বিজেপির এক নেত্রীও যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।

আচমকা মন্ত্রিত্ব কেড়ে নেওয়ায় বিজেপি’র এক সাংসদেরর হাল দেখেই আতঙ্কে রয়েছেন গেরুয়া শিবিরের একাংশ। কবে মন্ত্রিত্ব চলে যাবে কেউ জানে না। কবে পদ হারাতে হবে, তারও আগাম কোন আন্দাজ পাওয়া যাচ্ছে না।

নিকট ভবিষ্যতে বিজেপিতে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

তাই তৃণমূলে যোগ দিয়ে যদি রাজ্য মন্ত্রিসভায় জায়গা পাওয়া যায়, অথবা দলের কোনও দায়িত্ব পাওয়া যায়, তাহলে ভালোই হয় বলেই মনে করছে বিজেপির একাংশ।

তবে প্রকাশ্যে কেউই মুখ খুলতে নারাজ।

কারা কারা আসছেন বলে মনে হয়? দেখতে হলে চোখ রাখুন নিউজ নাও এ

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare