বিজেপি ত্যাগ কুনার হেমব্রমের
নির্বাচনের আগে আরও বিপদে বঙ্গ বিজেপি শিবির। দল ছাড়ার ঘোষণা করলেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগেরদিন রাতে দল ছেড়ে বিজেপি নেতৃত্বকে অত্যন্ত সমস্যার মুখে ফেলেছেন সাংসদ। সংবাদমাধ্যমকে অবশ্য জানিয়েছেন, রাজনৈতিক নয়, ব্যক্তিগত কারণেই দল ছাড়ছেন তিনি। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ঝাড়গ্রামের প্রার্থী ঘোষণা না করা হলেও কানাঘুষো শোনা গিয়েছিলো কুনারের নাম সম্ভবত বাদ পড়বে তালিকা থেকে।
ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন রানাঘাটের বিজেপি বিধায়ক ডঃ মুকুটমণি অধিকারী। প্রথম থেকে শোনা যাচ্ছিল, রানাঘাট থেকে সাংসদ প্রার্থী করা হবে তাঁকে। কিন্তু ফের জগন্নাথ সরকারের নাম ঘোষণা করে পদ্ম শিবির। তৃণমূলের মহিলা মিছিলে কলেজ স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই পার্টিকে আবারো অস্বস্তিতে ফেললেন আরেক জনপ্রতিনিধি।
শোনা যাচ্ছে, উত্তরবঙ্গ থেকে বিজেপির আরেকজন বর্তমান সাংসদ খুব তাড়াতাড়ি তৃণমূলে যোগ দিতে চলেছেন। বিজেপি বারংবার দাবি করে এসেছে, জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ তাদের ঘাঁটি। সেই ঘাঁটিতেই আঘাত পড়তে থাকলে বাংলা থেকে বিজেপির ৩৫ আসন জেতার স্বপ্ন কতদূর সফল হয়, এখন সেটাই দেখার।