খবর বিভাগে ফিরে যান

রেড রোডে কার্নিভাল, বন্ধ থাকবে কোন কোন রাস্তা

অক্টোবর 7, 2022 | < 1 min read

কার্নিভালের দিন বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে: রেড রোড, এক্সাইড মোড়, হেস্টিংস, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, হসপিটাল রোড

দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ: খিদিরপুর রোডে হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন, হসপিটাল রোড,
জওহরলাল নেহরু রোড থেকে মেয়ো রোড হয়ে পশ্চিমমুখী রাস্তা, কুইনস ওয়ে, প্ল্যাসি গেট রোড ও এসপ্ল্যানেড

শুধুমাত্র বিশেষ স্টিকারযুক্ত গাড়ির ক্ষেত্রে যাওয়ার ছাড় মিলবে।

রেড রোডে অনুষ্ঠানের প্রস্তুতির আগের দিন রাত থেকে কার্নিভালের দিন সকাল ৯টা পর্যন্ত কোনও যান চলাচল করতে দেওয়া হবে না. তবে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটট্রাম রোড, মেয়ো রোড বা আরআই অ্যাভিনিউ রোড। মেট্রো করে এলে ধর্মতলা বা পার্ক স্ট্রিট থেকে নির্দিষ্ট রোড ধরে আসতে হবে।

শহরের যানজট এড়াতে বিভিন্ন রাস্তায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকছে।

গাড়ি পার্ক করা যাবে না: চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, বেন্টিং স্ট্রিট, আর এন মুখার্জি রোড, ওল্ড কোর্ট হাউস, মেয়ো রোড, কুইনস ওয়েতে। তবে, কার্নিভাল শেষ হলে আবার গাড়ি পার্ক করতে পারবেন।

এছাড়াও যেকোন রাস্তায় যানজটের সৃষ্টি হলে ট্রাফিক পুলিশ সুবিধা অনুযায়ী যে কোনও রুটে যান চলাচল ঘুরিয়ে দিতে পারেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভাইরাল হওয়া অডিওতে সামনে ১২ লক্ষ টাকা নিয়ে চাকরি দিতেন শুভেন্দু অধিকারী
FacebookWhatsAppEmailShare
দুর্নীতির জন্য দায়ি কেন্দ্র বলছে সমীক্ষা
FacebookWhatsAppEmailShare
জলপাইগুড়ির মালবাজারে বিজেপির গাড়ি থেকে উদ্ধার ৯ লক্ষ টাকা!
FacebookWhatsAppEmailShare