বাংলা বিভাগে ফিরে যান

অভিজিৎকে ‘কলঙ্ক’ পোস্টারে ছয়লাপ তমলুক

এপ্রিল 19, 2024 | < 1 min read

বিজেপি’র হয়ে ময়দানে নেমেছেন প্রাক্তন বিচারপচি অভিজিৎ গঙ্গ্যপাধ্যায়৷ এবার ময়না বাজার সহ একাধিক এলাকায় পড়ল প্রাক্তন বিচারপতির নামে পোস্টার। সেখানে লেখা বিচারপতি নামে কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তার নীচে লেখা ‘গো ব্যাক’৷ পোস্টরকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য বলেছেন মানুষ তাঁকে পছন্দ করছেন না। গো ব্যাকের অর্থ ফিরে যাও, নির্বাচনের মাধ্যমেও মানুষ তাঁকে বুঝিয়ে দেবে। অন্যদিকে, এই নিয়ে তমলুকের বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় উল্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি। এই নিয়ে তমলুক জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। লোকসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কেন্দ্র তমলুক। নির্বাচন ঘিরে সেখানে চড়ছে রাজনীতির পারদ। ২৫ মে রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট। পাখির চোখ এখন সেই দিকেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare