রাজনীতি বিভাগে ফিরে যান

ঝাড়খণ্ডে বিজেপি লড়বে ৬৮ আসনে, শরিকদের জন্য ছাড়ল ১৩ কেন্দ্র

অক্টোবর 19, 2024 | < 1 min read

২০১৯ বিধানসভা নির্বাচনে ৮১ আসনের মধ্যে ৭৯টি আসনে লড়েছিল বিজেপি। সেবার শোচনীয় পরাজয় হয়। সম্ভবত সেই হার থেকে শিক্ষা নিচ্ছেন শাহ-নাড্ডারা। ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আসনরফা চূড়ান্ত করেছে এনডিএ। তাতে দেখা যাচ্ছে, রাজ্যের ছোট ছোট দলগুলির জন্য বেশ খানিকটা আত্মত্যাগ করেছে গেরুয়া শিবির।২০১৯ বিধানসভা নির্বাচনে সেভাবে জোটসঙ্গীদের পাত্তাই দেয়নি বিজেপি। আজসু দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জোটে থাকলেও উনিশে বিজেপি তাদের জন্য বেশি আসন ছাড়তে রাজি হয়নি। ফলস্বরূপ সুদেশ মাহাতোর দল ৫৪ আসনে প্রার্থী দেয়। বেশ কয়েকটি আসনে বিজেপির হারের কারণও হয়ে দাঁড়ায় আজসু। এবার সেকারণেই খানিকটা আপস করেই শরিকদের সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছে বিজেপি।

রাঁচিতে আসন বণ্টনের কথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ডে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত হিমন্ত বিশ্ব শর্মা। এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমরা সর্বসম্মতভাবে ঠিক করেছি আজসু লড়াই করবে ১০টি আসনে। জেডিইউ লড়বে ২টি আসনে এবং এলজেপি একটি কেন্দ্রে প্রার্থী দেবে।আজসু প্রধান সুদেশ মাহাত এবং অন্য দলের নেতারা ছাড়াও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ চৌহান এবং রাজ্যের বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন। উল্লেখ্য, ঝাড়খণ্ডে দু দফায় আগামী ১৩ এবং ২০ নভেম্বর ভোটগ্রহণ হবে। ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ২৩ নভেম্বর। জেএমএম প্রধান হেমন্ত সোরেনের বাড়িতে শুক্রবারই বৈঠকে বসে ইন্ডিয়া জোট। সেখানে কংগ্রেস, আরজেডি এবং লিবারেশনের প্রতিনিধিরা হাজির থাকবেন বলে জানা গিয়েছে। অন্দরের খবর, জেএমএম সর্বাধিক আসনে লড়াই করবে। তারা অন্তত ৪৩টি আসনে লড়তে পারে। কংগ্রেস লড়বে ২৯টি কেন্দ্রে। আর আরজেডি ৫ এবং সিপিআই এমএল চারটি কেন্দ্রে প্রার্থী দিতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মঙ্গলবার থেকে স্বাস্থ্য পরিষেবা অচলের হুমকি অতি বামপন্থী চিকিৎসকদের
FacebookWhatsAppEmailShare
সমাজমাধ্যমে দল-নেতা সম্পর্কে সত্যি কথা বলার জন্য ‘সাসপেন্ড’ বিজেপি-র তিন শীর্ষ নেতা-নেত্রী
FacebookWhatsAppEmailShare
রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare