বাংলা বিভাগে ফিরে যান

জনমোহিনী বাজেট পেশ

ফেব্রুয়ারি 9, 2024 | < 1 min read

মমতা বন্দ্যোপাধ্যায় আগাম আভাস দিয়েছিলেন, ‘বাজেটে চমকে যাবেন সবাই!’ সত্যিই চমকে যাওয়ার মতো বাজেট প্রস্তাব পেশ করলেন বিধানসভায়। বাজেট প্রস্তাবে ছিল লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিগুণ অনুদান, জবকার্ড হোল্ডারদের জন্য ৫০ দিনের কাজ, আলুচাষিদের শস্যবিমার প্রিমিয়াম ‘মকুব’, স্ট্যাম্প ডিউটিতে ছাড়, পাঁচ লক্ষ সরকারি নিয়োগ। সব মিলিয়ে আগামী ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য যে বাজেট পেশ করিয়েছেন মমতা, এককথায় তা জনমোহিনী। লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান ৫০০ থেকে বেড়ে হচ্ছে ১,০০০ টাকা। তফসিলি জাতি-উপজাতির মহিলা এখনই এই খাতে হাজার টাকা পান। তা বেড়ে হবে ১,২০০ টাকা। এর জন্য বাড়তি ১২ হাজার কোটি টাকার জবকার্ড হোল্ডারদের মজুরি বাবদ ৩,৭০০ কোটি টাকা চলতি মাসেই মিটিয়ে দেবে রাজ্য। পাশাপাশি গ্রামীণ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে ৫০ দিনের কাজের গ্যারান্টির ‘কর্মশ্রী’ চালুর কথাও ঘোষণা হয়েছে বাজেটে। এছাড়া রয়েছে ক্ষুদ্রশিল্পে উৎসাহ দিতে উদ্যোগপতিদের জন্য কোনওরকম ‘জামানত’ ছাড়া ১০০ শতাংশ ঋণ, মৎস্যজীবীদের জন্য নয়া প্রকল্প ‘সমুদ্রসাথী’, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিসের ১০০০ টাকা সাম্মানিক বৃদ্ধি, সরকারি দপ্তরের পাঁচ লক্ষ পদে চাকরির মতো আর্থ-সামাজিক স্তরে প্রশংসাযোগ্য পদক্ষেপও। অনলাইনে পড়াশোনার জন্য এবার একাদশ শ্রেণি থেকে পড়ুয়াদের ট্যাবলেট/স্মার্টফোন দেওয়ার ঘোষণা করা হয়েছে। ৩ লক্ষ ৬৬ হাজার ১১৬ কোটি টাকার যে বাজেট এদিন পেশ করা হয়েছে, তাতে আর্থিক ঘাটতির পরিমাণ মাত্র সাত কোটি টাকা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আবার সন্দেশখালির গঙ্গাধরের নয়া ভিডিও ফাঁস
FacebookWhatsAppEmailShare
বাংলায় কেরোসিনের বরাদ্দ অর্ধেকেরও কম করে দিল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
আবার অমিত শাহের জনসভা ফ্লপ শোয়ে পরিণত
FacebookWhatsAppEmailShare