রেলের বাজেট নথি বলছে প্রবল সংকটে ভারতীয় রেল ব্যবস্থা
অন্তর্বর্তী বাজেটে রেলের পরিকাঠামো উন্নয়নের বার্তা দিয়েছেন নির্মলা সীতারামন।
রেল পরিকাঠামোয় তিনটি করিডর গড়ে তোলা হচ্ছে। রেলের বাজেট নথি বলছে, প্রবল আর্থিক সঙ্কটে ভুগছে রেল।
কমছে নিট রাজস্ব আয়। গত বছর যা ২২১০ কোটি টাকা ছিল, তা কমে গিয়ে হয়েছে দু’হাজার কোটি।
চলতি বছরে একশো টাকা আয় করতে রেলকে খরচ করতে হচ্ছে প্রায় ৯৯ টাকা। এখনও প্রতিটি টিকিটে গড়ে রেলকে প্রায় ৫৫% ভর্তুকি দিতে হয়। এক কথায় নানা সঙ্কটে ধুঁকছে ভারতীয় রেল