রাজনীতি বিভাগে ফিরে যান

নির্বাচন কমিশনের দ্বারস্থ ‘ইন্ডিয়া’

মার্চ 22, 2024 | 2 min read

শুক্রবার কেজরীর গ্রেফতারি এবং বিরোধীদের হেনস্থা প্রসঙ্গে নির্বাচন কমিশনের দফতরে যায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল। বাংলার শাসকদল তৃণমূলের দু’জন প্রতিনিধিও ছিলেন সেই দলে। খুবই সংক্ষিপ্ত নোটিশে দলগুলির অনেক সিনিয়র নেতা এই প্রতিনিধিদলের অংশ হতে দিল্লিতে গেছেন।

‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনে যা বলেছে তার সারাংশ:

১. নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে, নিরপেক্ষ না হলে তা সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে

২. এমনকি সংবিধান সংশোধনকে অসাংবিধানিক ঘোষণা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। এই শক্তি ব্যবহার করুন।

৩. এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতার নির্লজ্জ ব্যবহার করেছে (স্মারকলিপিতে একাধিক উদাহরণ দেওয়া হয়েছে)

৭৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ:

প্রথমবার একজন বর্তমান মুখ্যমন্ত্রী গ্রেফতার
জেএমএমের কার্যকরী সভাপতি গ্রেফতার
কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ‘ফ্রিজ’ করা হয়েছে
তৃণমূলকে টার্গেট করার একাধিক উদাহরণ রয়েছে
বাংলায় ডিজি ২৪ ঘন্টায় ৩ বার বদল
সমস্ত অ-বিজেপি দল থেকে একাধিক উদাহরণ রয়েছে

৪. কেন ক্ষমতাসীন দলের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? ১০০% পক্ষপাতিত্ব

৫. নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, তাই নির্বাচন কমিশনকে ক্ষমতায় থাকা দলটির ইচ্ছাকৃত ও অশুভ কর্মকাণ্ড থেকে রক্ষা করতে হবে যারা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করছে

৬. গ্রেপ্তারের ক্ষমতা গ্রেপ্তারের প্রয়োজনের সমান নয়

৭. নির্বাচনের সময়কাল নিরপেক্ষ ও বৈষম্যহীন হওয়া উচিত” (এটি ২০১৯ নির্বাচন কমিশনের সার্কুলার বলেছে)। দয়া করে এটি বাস্তবায়িত করুন।

৮. নির্বাচন কমিশন যদি পুলিশ, রাজ্যের আধিকারিকদের বদলি করতে পারে তাহলে কেন্দ্রীয় সংস্থার অফিসারদের কেন নয়।

৯. ৩২৪ ধারা নির্বাচন কমিশনকে সমস্ত ক্ষমতা দেয়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ইত্যাদির প্রভাব কমাতে দয়া করে এটি অনুসরণ করুন

১০. আমরা ‘ইন্ডিয়া’ জোট। আমরা কেউ কেউ আমাদের রাজ্যে একে অপরের বিরোধিতা করি। কিন্তু আমরা এখানে গণতন্ত্র বাঁচাতে এসেছি

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare