বিনোদন বিভাগে ফিরে যান

কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য জীবনের প্রথম চাকরি হারিয়েছিল টম

মার্চ 3, 2023 | < 1 min read

চারিদিকে চ্যাটজিপিটির রমরমা বাজার। প্রথমে স্কুল-কলেজের প্রজেক্ট করে দিলেও এখন তা মোটামুটি সবকিছুই লিখে দিতে পারে নিমেষে। তাই, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এক ভয়ঙ্কর, মানুষের কর্মহীনতার ভবিষ্যৎ ডেকে আনছে কিনা, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।

এর মধ্যে এক টুকরো বাতাস হয়েও চিন্তাদায়ক এক দৃশ্য ফিরে এলো সকলের মোবাইল ফোনে। আমাদের সবার প্রিয় কার্টুন শো টম এন্ড জেরির এক দৃশ্যে দেখানো হয়েছিল, এই এআই প্রযুক্তির জন্যই নিজের প্রথম চাকরি খুইয়েছিলো টম।

সেই ভিডিওটি শেয়ার করে ওই ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, কিভাবে কার্টুন চরিত্রের মধ্য দিয়ে এই বিষয়টিকে দেখানো হয়েছিল। নিজের ঘরে যে কাজ টম করত, তার মালকিন টমের বদলে একটি এআই বসানো রোবট নিয়ে আসে। টমের থেকেও দ্রুত ছিল সেই রোবট। যে কাজই আসুক না কেন ঝটিতি উপায়ে তা করে ফেলছিল সে। কাজের দৌড়ে পিছনে পড়ে যায় টম। ফলে নিয়ম মেনেই তার চাকরি যায়। চ্যাটজিপিটির বাজারে এবার যখন সেই শঙ্কাই দেখা দিয়েছে তখন টমের এই দৃশ্যই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লরেন্স বিষ্ণয়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ
FacebookWhatsAppEmailShare
৩৫ বছর পর ফের টিভিতে ফৌজি, শাহরুখের জায়গায় কোন অভিনেতা?
FacebookWhatsAppEmailShare
প্রয়াত দেবরাজ রায়
FacebookWhatsAppEmailShare