২৮৬ দিন পর ঘরে ফিরলেন সুনীতা
মার্চ 19, 2025 2 min read

আজ (বুধবার) ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) সুনীতাদের নিয়ে মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করে। তারপর ওই যানের মধ্যে থাকা ক্যাপসুল থেকে একে একে হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা এবং বুচ। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন তারা, খুশি গোটা বিশ্ববাসী। সেখান থেকেই তাঁদের নিয়ে যাওয়া হয় হিউস্টন জনসন স্পেস সেন্টারে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে থাকবেন দুই নভশ্চর।
একনজরে সুনীতা-সফর
৫ জুন ২০২৪: যাত্রা শুরু। ফেরার কথা ছিল ১৪ জুন। কিন্তু স্টারলাইনারে সমস্যা দেখা দেওয়ায় ফেরার পরিকল্পনা বাতিল হয় ।
আগস্ট ২০২৪: নাসা ঘোষণা করে স্টারলাইনার যাত্রীশূন্য অবস্থাতেই ফিরে আসবে পৃথিবীতে। সুনীতা মহাকাশ থেকেই বার্তা দেন, ‘আমরা ঠিক আছি, চিন্তা করবেন না।’
সেপ্টেম্বর ২০২৪: নাসার মহাকাশচারী নিক হগ ও রসকসমস নভোচর আলেকজান্দ্র গর্বনভ মহাকাশ স্টেশনে পৌঁছন।
ডিসেম্বর ২০২৪: কৃষিকাজ নিয়ে গবেষণায় ব্যস্ত ছিলেন সুনীতা আর বুচ । ফলিয়েছেন লেটুস। নাসা জানায়, ফেব্রুয়ারি নয়,মার্চে ফিরবেন দুই মহাকাশচারী।
১২ মার্চ ২০২৫: সুনীতাদের ফেরাতে নাসার স্পেসএক্স ক্রু-১০ মিশন বাতিল হয় উড়ান শুরুর ৪৫ মিনিট আগে।
১৬ মার্চ ২০২৫: ক্রু-১০ সফলভাবে অবতরণ করে স্পেস স্টেশনে।
১৮ মার্চ ২০২৫: ফেরার যাত্রা শুরু।
১৯ মার্চ ২০২৫: অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনীতা ও বুচ।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এলন মাস্ককে সুনীতাদের বিষয়টি দেখার অনুরোধ করেছিলেন। আর তারপর থেকেই মহাকাশে স্পেসএক্সের যান পাঠানোর তোড়জোড় শুরু হয়। অবশেষে সুনীতাদের ফেরার পর নিজের দেওয়া সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করালেন ট্রাম্প।
হোয়াইট হাউসের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘‘মহাকাশে ন’মাস ধরে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে।বা বাইডেন ওঁদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে পারেননি। ইলন মাস্ককে অনুরোধ করেছিলাম ওঁদের ফিরিয়ে আনতে হবে। সুনীতারা ফিরেছেন। ওঁদের এখন সুস্থ হতে হবে। সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে।’’



