HMPV ভাইরাস, রাজ্যে রাজ্যে হাসপাতালগুলিকে তৈরি থাকতে বলল প্রশাসন
জানুয়ারি 7, 2025 < 1 min read
দেশের একাধিক রাজ্যে আতঙ্ক বাড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি। বাড়ছে সংক্রমণ। গুজরাট, কর্নাটক-সহ একাধিক রাজ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিন আবার মহারাষ্ট্রের নাগপুরে মিলল খোঁজ মিলল দুই এইচএমপিভি আক্রান্তের। ৭ ও ১৪ বছর বয়স্ক এই দুই শিশুকে গত ৩ জানুয়ারি জ্বর, সর্দি-কাশি নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই নমুনা সংগ্রহের পর দু’জনের মধ্যেই এই চিনা ভাইরাস সংক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছে।ইতিমধ্যেই রাজ্যজুড়ে জারি হয়েছে সতর্ক বার্তা।
HMPV এর সংক্রমণ নিয়ে আগাম সচেতনতা বজায় রাখারও নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর। এর আগে গুজরাটের আমেদাবাদে এক শিশুর শরীরে HMPV এর সংক্রমণের হদিশ মিলেছে। এছাড়াও, বেঙ্গালুরুতে আক্রান্ত দুই শিশু। যেহেতু, গুজরাট ও কর্নাটক উভয়েই মহারাষ্ট্রের একদমই নিকটবর্তী রাজ্য। সেহেতু তা চিন্তার আবহ তৈরি করেছে, এই নিয়ে কোনও সন্দেহই নেই।
সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিনিকস, ব্রঙ্কোডাইলেটর, কাশির সিরাপ ইত্যাদি মজুত রাখতে বলা হয়েছে। অক্সিজেন এবং অন্যান্য সহায়ক উপযোগী দ্রব্য সব হাসপাতালেই অবশ্যই মজুত রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে। বিশেষ করে ভেন্টিলেটর সাপোর্ট এবং মেডিক্যাল/প্যারামেডিক্যাল কর্মীদের মধ্যে সচেতনতা তৈরির কথা বলা হয়েছে ইতিমধ্যে।
6 days ago
6 days ago
6 days ago
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ - NewszNow
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ NewszNow বাংলা -6 days ago
6 days ago