দুর্গা পুজো বিভাগে ফিরে যান

হিন্দু মহাসভার রাবণের মাথায় মোদী-শাহের মুখ

অক্টোবর 25, 2023 | < 1 min read

রাজনৈতিক বিতর্ক বাঁধল দশেরার রাবণ বধে হিন্দু মহাসভার তৈরি করা কুশপুতুল নিয়ে। সেই রাবণের ১০টি মাথার মধ্যে ২টি মাথায় লাগানো হয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের চেহারার সঙ্গে মিল রয়েছে এমন কার্টুন। এমন ছবিই দেখা গেছে কলকাতার কসবায় হিন্দু মহাসভার পুজো মণ্ডপে।

গত বছরের পুজো থেকেই বিতর্কে জড়িয়েছে হিন্দু মহাসভা। সেবছর তাঁদের অসুরের মুখের সঙ্গে গান্ধীজির মুখের মিল থাকায় প্রতিবাদের ঝড় ওঠে। সেবার চাপের মুখে অসুরের মুখ বদলাতে বাধ্য হয় তারা। এবছর তাদের থিম ছিল CAA. যা নিয়ে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়ে ছিল। দশমীতে রাবণের মুখে মোদী ও শাহের কার্টুন লাগিয়ে সেই বিতর্ককে অন্য পর্যায়ে নিয়ে গেল তারা।

হিন্দু মহাসভার দাবি, অসমে NRC করে হিন্দু বাঙালিদের বিপদ বেড়েছে। পশ্চিমবঙ্গে CAA ও NRC লাগা হলে এরাজ্যেও সেই একই পরিণতি হবে। তাই দশমীতে রাবণের মাথায় নরেন্দ্র মোদী ও অমিত শাহের কার্টুন বসিয়ে, তলায় ‘রাজা তোর কাপড় কোথায়?’ লিখে CAA-র বিরোধিতা করছে হিন্দু মহাসভা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

খাদ্যের মূল্যবৃদ্ধিতে ফাঁপরে বিজেপি
FacebookWhatsAppEmailShare
লোকসভা ভোটে যাদবপুরের প্রার্থী যুবনেত্রী সায়নী ঘোষ
FacebookWhatsAppEmailShare
বিজেপি সাংসদের মন্তব্য:’রামকে নিয়ে রাজনীতি করি এবং করব!’
FacebookWhatsAppEmailShare