ব্যক্তিত্ব বিভাগে ফিরে যান

কিশোর কুমারের আজ ৯৩তম জন্মদিবস

আগস্ট 4, 2022 | < 1 min read

কিশোর কুমারের আজ ৯৩তম জন্মদিবস, প্রায় ৪০ বছরের কেরিয়ারে তিনি প্রায় ২ হাজারের বেশি গান উপহার দিয়েছেন। আজ আমরা সেই কিশোর কুমারের কিছু জানা অজানা বিষয়ে জেনে নেবো। আমরা সবাই জানি কিশোর কুমারের আসল নাম আভাস গাঙ্গুলী, কিন্তু কবে থেকে কিশোরে হলো জানেন?


বম্বে টকিজে দাদা অশোক কুমারের সঙ্গে প্রথম কোরাস গাওয়ার সময় নিজের নাম আভাস থেকে কিশোর করে নেন তিনি নিজের ফ্ল্যাটের বাইরে লিখে রেখেছিলেন ‘কিশোর হইতে সাবধান’ ঋষিকেশ মুখোপাধ্যায় ‘আনন্দ’ ছবির জন্য প্রথমে কিশোর কুমারকেই ভেবেছিলেন।


জানতেন কি কিশোরে কুমার স্টেজে গান গাইতে ভয় পেতেন? তবে সেই ভয় দূর করে আরডি বর্মন, কিশোরকে সাহস দিতে পঞ্চম বলেছিলেন, আরে ভয় কেন পাচ্ছ? দর্শকাসনে যাঁরা রয়েছেন তাঁরা থোড়াই কেউ লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে, কিশোর কুমার?

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কান্ট্রি সিঙ্গার জিমি রজার্স ও টেক্স মর্টনের থেকে অনুপ্রাণিত হয়ে ইউডলিং শেখেন তিনি কিশোর কুমারের জীবনের সঙ্গে ৪ নম্বরটি ওতোপ্রোতভাবে জড়িত। ওনার জন্মদিন ৪ অগাস্ট। ওনারা ৪ ভাইবোন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চারবার। এমনকী চলচ্চিত্র জীবনে ঠিক চারটি বাংলা ছবিতে অভিনয় করেছেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাবা সিদ্দিকি হত্যাকাণ্ড: জাল ছড়িয়ে জলন্ধর থেকে মুম্বই! দাবি পুলিশের
FacebookWhatsAppEmailShare
সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ির ‘দখল নিল’ বিএনপি নেতা
FacebookWhatsAppEmailShare
অপরাজিত সত্যজিৎ রায়ের বাঙালিয়ানা
FacebookWhatsAppEmailShare