বাংলা বিভাগে ফিরে যান

ক্যালকাটা ক্লাবের সভাপতির নির্বাচনে হারলেন তথাগত রায়

নভেম্বর 27, 2022 | < 1 min read

গত কয়েক বছর ধরে রাজনীতির সক্রিয় ময়দানে না দেখা না গেলেও, ডিজিটাল ময়দানে বেশ সক্রিয় তথাগত রায়। বিভিন্ন সময় বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্যের মাধ্যমে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি।

তবে এবার তিনি অন্য ময়দানে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ক্যালকাটা ক্লাবের প্রেসিডেন্ট পদের নির্বাচনে তিনি ওরফে ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় অংশ নিচ্ছেন। স্বাধীনতার পর এই প্রথমবার ক্যালক্যাটা ক্লাবের প্রেসিডেন্ট পদের নির্বাচনে কোনও প্রাক্তন রাজ্যপাল অংশ নিলেন।

ক্যালক্যাটা ক্লাবের প্রথম পৃষ্ঠপোষক ছিলেন লন্ড মিন্টো, যিনি ১৯০৭ সালে ছিলেন ‘গভর্নর’।এই ক্লাবের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কোচবিহারের মাহারাজ। এছাড়াও বর্ধমানের মহারাজ, মুর্শিদাবাদের মহারাজ, মুর্শিদাবাদের নবাবরা ছিলেন প্রথম কমিটিতে।

তবে তথাগত রায়ের বিপক্ষে ছিলেন প্রমিত রায়, যিনি বহু বছর ধরে এই ক্লাবের সদস্য এবং ক্লাব কমিটিতেও রয়েছেন। কিন্তু ক্লাবের ভোট হলেও জিততে পারলেন না তিনি। ক্যালকাটা ক্লাবের সদস্যরা বিচক্ষনতার পরিচয় দিয়ে সভাপতি হিসেবে নির্বাচন করলেন হাইকোর্টের সিনিয়র ল’ইয়ার প্রমিত কুমার রায়কে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare